fbpx

About 3dots

থ্রীডটস সম্পর্কে

থ্রীডটস সার্ভিস সিস্টেমস মিরপুরে অবস্থিত একটি কম্পিউটার সার্ভিসিং এন্ড ট্রেনিং সেন্টার। আমরা কম্পিউটার সফটওয়্যার সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধান করতে পারি ইনশাআল্লাহ। এছাড়াও আমরা কম্পিউটার ট্রেনিং বিশেষ করে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রদান করে থাকি।

আমাদের ইতিহাস

দ্বিতীয় ধাপ করোনা ভাইরাসের সময় আমাদের যাত্রা শুরু হয়। এরপর থেকে ধীরে ধীরে গড়ে উঠতে থাকে থ্রিডস সার্ভিস সিস্টেমস। আমাদের সার্ভিসিং ও ট্রেনিং এর পাশাপাশি বুয়েটের সিএসই ডিপার্টমেন্টের (eSRD-Lab) ইএসারডি ল্যাব-এর সাথেও আমরা বেশ কিছু প্রজেক্টে কাজ করছি। বর্তমানে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আমরা অফিস কোর্স করাচ্ছি । পাশাপাশি ইএসআরডি ল্যাবের ডেভেলপকৃত দুটি সফটওয়্যার এইচএসসি আইসিটি অনলাইন ও ভার্চুয়াল ইন্টার্নশিপ সিস্টেমের সিস্টেম সাপোর্ট হিসেবেও আমরা কাজ করে যাচ্ছি।