Enrolment options

ভূমিকা

যুগে যুগে উন্নতি ও অগ্রগতির ক্ষেত্রে ওলামায়ে কেরামই ছিলেন মুসলিম জাতির ধারক বাহক ও কর্ণধার। ফলে জাতি যেকোনো সমস্যায় পরেছে, সেগুলোর সমাধান ওলামায়ে কেরামই  করে দিয়েছেন। 

সুতরাং বর্তমান আধুনিকতা ও প্রযুক্তিনির্ভর যুগেও সমস্ত সমস্যার সমাধান ওলামায়ে কেরামকেই দিতে হবে। যার কারণে বর্তমানে প্রযুক্তি সম্পর্কে ওলামায়ে কেরামের দক্ষতা অর্জন করা অতীব জরুরী। কেননা আমরা দেখতে পাই যে বর্তমান ডিজিটাল যুগে প্রতিটি জিনিস প্রযুক্তি নির্ভর, বিশেষ করে অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে লেখাপড়া, চিকিৎসা, মামলা মোকদ্দমা ও যোগাযোগ মাধ্যম সহ সবকিছু অনলাইনে করতে হচ্ছে। এমনকি হাতে লেখা চিঠির পরিবর্তে এখন ইমেইল ব্যবহার করা হচ্ছে। 

এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে, ছোট মাদ্রাসা থেকে শুরু করে বড় দাওরা হাদিস/কামিল পর্যন্ত প্রতিষ্ঠানে প্রযুক্তি তথা কম্পিউটারের নানাবিধ কাজ করার প্রয়োজন পড়ছে।  সুতরাং ওলামায়ে কেরাম গনের যদি প্রযুক্তির ব্যবহার জানা থাকে, তাহলে কিতাব ও বই-পুস্তক লেখা, পরীক্ষা সংক্রান্ত কাজ, যেমন প্রশ্ন, রেজাল্ট সিট, নোটিশ ইত্যাদি অন্যদেরকে দিয়ে করানোর পরিবর্তে নিজেরাই করে নেওয়া সম্ভব। আর এসব কিছু করতে হলে অফিস সফটওয়্যার এর দক্ষতা অর্জন করা প্রয়োজন। 

কোর্স পরিচিতি 

এজন্য থ্রীডটস সার্ভিস সিস্টেমস নিয়ে এলো মাদ্রাসার ওস্তাদ ও শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি করা গুগল ডক্স কোর্স। ওলামায়ে কিরামকে আইটি পেশায় লিপ্ত করা আমাদের উদ্দেশ্য নয়, বরং আল্লাহ তায়ালার দেয়া নেয়ামত প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে এলেমের খেদমতকে আরো উন্নত করাই আমাদের উদ্দেশ্য। 

ওলামায়ে কিরামের মন-মেজাজ ও রুচি বুঝে সেই অনুযায়ী অফিস কোর্স ডিজাইন করে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। এই কোর্সের জন্য আমরা বেছে নিয়েছি সর্বাধুনিক ক্লাউড বেজড (cloud-based) অফিস সার্ভিস গুগোল ওয়ার্কস্পেস। স্বল্প সময়ের মাত্র ১০ দিনের একটি কোর্স। তাই আমাদের কোর্স সম্পর্কে জানতে সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করুন।

কোর্সের বৈশিষ্ট্য

  • অল্প সময়ে হাতে কলমে প্রশিক্ষণ।

  • ইংরেজি ভাষা জানার প্রয়োজন নেই

  • মোবাইল এবং কম্পিউটার ব্যবহার। 

  • বাস্তব প্রজেক্ট করতে করতে কাজ শেখা। 

  • ভয়েস টাইপিং প্রশিক্ষণ যা আপনার কাজের গতি ১০০ গুণ বাড়িয়ে দেবে। 

  • পূর্ব অভিজ্ঞতার কোন প্রয়োজন নেই একেবারে প্রাথমিক পর্যায়ে থেকে শুরু। 

যাদের খেদমতে নিবেদন: 

১. বর্তমানে দাওরায় হাদিস / কামিল / ফাযিল অধ্যয়নরত।

২. উচ্চতর গবেষণা বিভাগে অধ্যয়নরত 

৩. যে কোন মাদ্রাসায় খেদমতরত ওস্তাদগণ।

৪. বিভিন্ন পেশায় লিপ্ত ওলামায়ে কেরাম।

This course requires a payment for entry.

BDT 1,500.00

Log in to the site